বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উজানগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত "জাতি সামলে উঠুক, মুক্তখোলা সেমিনারের জন্য ৩১ দফার কর্মশালা" বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কুষ্টিয়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, "রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। এ মাস আমাদের ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। ছাত্রদলের নেতাকর্মীরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবদান রেখে যাচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। "
দোয়া মাহফিলের সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিন, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাসির আহমেদ মসনদ, সরকারি কলেজের সাবেক আহ্বায়ক আশরাফুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব কৌশিক আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, যুবদলের জেলা সমন্বয়ক শাহনেয়াজ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুজ্জামান সঞ্জু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শুভন খান, কুষ্টিয়া সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, সাইফুল, সানমুন, পল্লবসহ অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজানগ্রাম ইউনিয়ন ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা নাবিল নিশাত নাহিদসহ অন্যান্য নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মোনাজাত করা হয়। মাহফিল শেষে অতিথিরা রমজানের তাৎপর্য, ৩১ দফার কর্মশালার গুরুত্ব এবং দলীয় সংহতির বার্তা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।