বিত্তিপাড়ায় পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক | shadinbangla.news
আপডেট : ২০ মার্চ, ২০২৫
Shadin Bangla
আরোহী নিহত

 

 

 
   
 
 
উজ্জ্বল মাহমুদ:
 
কুষ্টিয়ার সদর উপজেলার বিত্তিপাড়া মহিসাডাঙ্গা ১১ মাইল এলাকায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রেজাউল ইসলাম নৌদী মন্ডল (৪৫) নিহত হয়েছেন।
 
নিহত নৌদী মন্ডল বিত্তিপাড়া গ্রামের মৃত বানাত আলী মন্ডলের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নৌদী মন্ডল বাইসাইকেলযোগে নিজ বাড়ি থেকে মাঠের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ১১ মাইল এলাকায় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
দুর্ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া চৌর হাঁস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন  ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এখনো ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।