: শামসুল আলম স্বপন :
মানুষের কল্যাণে যদি অর্জিত অর্থ ব্যয় করতে না পারা যায় সে অর্থ মূলত হয়ে যায় নিরর্থ । মানুষের ধর্ম মনবতা হওয়াটা সমিচীন। যার মাঝে মানব প্রেম নেই তার জন্য রাজনীতি, সমাজনীতি কোনটায় কল্যাণকর নয়।
অনেকেই নির্বাচনে প্রার্থী হয়ে বলেন আমাকে ভোট দিন আমি আপনাদের সেবা করবো। কিন্তু না মানবতার ফেরিওয়ালা কুষ্টিয়ার দুই তরুণ নেতা কুতুব উদ্দিন আহমেদ ও প্রকৌশলী জাকির হোসেন সরকার তেমনটি বলেন নি। তারা ২৪শের গণআান্দোলনে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন তাদের নেতা তারেক রহমানের নির্দেশে “ আমরা বিএনপি পরিবার ” সংগঠনের মাধ্যমে। চোখের পানি ফেলে অসহায় মানুষ গুলো তাদে জন্য দোয়া করেছেন আল্লাহর দরবারে। নীপিড়িত অসহায় মানুষের কল্যাণ করায় যেন তাদের ব্রত ।
স্বৈরাচারের অনেক দোসর হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশ ছেড়ে পালিয়েছে। তাদের টাকা মানুষের কোন কাজে আসেনি। অভিশপ্ত ওই টাকা এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।
অথচ ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কুষ্টিয়ার এই দুই নেতা প্রমাণ করলেন তারা ভোটের জন্য নয়, আসলেই মানব সেবার জন্য তারা নিবেদিত প্রাণ। এমন দুই নেতাকে পেয়ে কুষ্টিয়াবাসী গর্বিত। আসুন আমরা সবাই মিলে দুই নেতার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তারা যেন এমনই ভাবে মানবতার ফেরিওয়ালা হয়ে কুষ্টিয়াবাসীর সেবা করতে পারেন। আমীন।
(শামসুল আলম স্বপন)
সাবেক জেলা গ্রামসরকার প্রধান
বৃহত্তর কুষ্টিয়া।
Mob: 01716954919