মাগুরায় আছিয়ার নির্যাতনের সুষ্ঠ বিচার দাবি জানিয়েছে কুষ্টিয়া এডাব

নিউজ ডেস্ক | shadinbangla.news
আপডেট : ১২ মার্চ, ২০২৫
Shadin Bangla
এডাব

সালমা সুলতানা,  স্বাধীনবাংলা নিউজ :

মাগুরায় আছিয়ার নির্যাতনের সুষ্ঠ বিচার দাবি জানিয়েছে কুষ্টিয়া এডাব । গত ১১ মার্চ এডাবের সদস্য এনজিও’র প্রতিনিধিরা কুষ্টিয়ায় মানববন্ধন করে এ দাবি জানান । এনজিও কর্মীরা ধর্ষকের দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ্যে মৃত্যুদন্ড প্রদানের দাবি জানান ।