স্বাধীনবাংলা নিউজ :
থেমে নেই জাসদ নেতার নানা অপকর্ম । স্বৈরাচারের শাসন আমলে জাসদের ক্ষমতা দেখিয়ে নিজ এলাকায় বিরোধীদের উপর চালিয়েছে অকথ্য নির্যাতন। জবর দস্তি করে পরের জমি দখল করে নিয়েছে নিজের আয়ত্বে । ক্যাডার বাহিনীর দেখিয়ে চালিয়েছে রামরাজত্ব । স্বৈরাচার পতনের পরও সেই অকর্মের ধারা বাহিকতা বজায় রেখেছেন তিনি।
তারই কারণে ১৯৯১ সালে এলাকাকে ঘটে প্রথম হত্যাকান্ড। সেই অপকর্মের মূল হোতা হলেন জাসদ নেতা হাসান আলী । তিনি এলাকার নানা অপকর্মের সাথে জড়িত বলে অভিযোগ করেছে এলাকাবাসী । তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রতিবেশী লুৎফর রহমানের সাথে সীমানা প্রাচীরের ব্যাপারে তর্কে জড়িত হয়ে তাদের তিনজনকে মারপিট করে আহত করে।
শুধু তাই নয় জমি ক্রয়ের পরেও সানাউল্লাহর ছেলে কবির হোসেন জমি বুঝিয়ে দিতে বাধা সৃষ্টি করছে হাসান আলী । গত কয়েকদিন আগে সন্ত্রাসী কায়দায় কোভিদ হোসেনের প্রাচীর ভেঙে দেয় হাসানের সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় এলাকাবাসী ফুসে উঠেছে । নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর দাবি সন্ত্রাসীদের গডফাদার হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরী হয়ে উঠেছে । এ ব্যাপারে হাসান আলীর বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।