কুষ্টিয়ার একটি প্রতারক চক্র সেনাবাহিনী, পুলিশ- র‌্যাবের নামে চাঁদাবাজীতে লিপ্ত !

নিউজ ডেস্ক | shadinbangla.news
আপডেট : ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
Shadin Bangla
আই এসপি রনি

নিজস্ব প্রতিবেদক :

৫ আগষ্টের পর আওয়ামীলীগের ফ্যাসিষ্ট গোষ্টী কুষ্টিয়া থেকে পালিয়ে গেলেও  তাদের দোসররা আবার সক্রিয় হয়ে উঠেছে। গোপনে এলাকা ভিত্তিক দল গঠন করে সাধারণ মানুষের মাঝে আতংক সৃষ্টি করতে  সুকৌশলে সেনা বাহিনী, পুলিশ ও র‌্যাবের নাম ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে ব্যাপক চাঁদাবাজী চালিয়ে যাচ্ছে। তাদের এই চাঁদাবাজীর ২ টা ফোন নম্বর পাওয়া গেছে। ওই ফোন থেকে সরাসরি সেনা বাহিনী ও কুষ্টিয়া ক্যাম্পের নাম বলে ভয়ভীতি প্রদর্শন করেছে। এই প্রতারক চক্রের  প্রধান হলেন, এক মাদক স¤্রাজ্ঞী, অনৈতিক কারবারী আওয়ামীলীগ নেত্রী।
ব্যাপক অনুসন্ধান করে তাদের লোমহর্ষক কাহিনীর  তথ্য পাওয়া গেছে। এক ভুক্তভুগি নাম প্রকাশ না করার শর্তে  বলেন, কুষ্টিয়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের বাড়াদী মধ্যপাড়া গ্রামের আওয়ামীলীগ নেত্রী আমেনা খাতুন নামের এক মহিলা গ্যাং লিডার হয়ে এসব কাজ চালিয়ে যাচ্ছেন। তার সাথে আছে ১৬ নং ওয়ার্ড কমিশনারের মেঝ ভাই আওয়ামীলীগ নেতা মাদক সম্রাট রনজু । রনজুর নেতৃত্বে গড়ে উঠে এলাকায় মাদক সিন্ডিকেটসহ নানা  অপকর্ম। আমেনাকে মোটা অংকের  টাকার লোভ দেখিয়ে অনৈতিক কাজে ভিড়িয়ে তাকে দিয়ে একটি বিশাল গ্যাং গঠন করা হয়েছে। আমেনা পাশে দাঁড়িয়ে থেকে তার বাহিনীর সদস্যদেরকে দিয়ে বিভিন্ন মানুষকে ফোন দেন এবং বাসায় দেখা করতে বলেন, যদি কোন ব্যক্তি তা না করে তা হলে তাকে ফোন দিয়ে কখনো সেনা বাহিনী কখনো পুলিশ আবার কখনো র‌্যাব পরিচয় দিয়ে ডেকে নিয়ে এসে আমেনার সাথে ভিড়িয়ে দেয় এবং অশালীন ছবি তুলে রাখে। পরে ওই ছবি দেখিয়ে মোটা অংকের টাকা ভুক্তভুগির কাছ থেকে আদায় করে।


 গত ২৭ ফেব্রুয়ারী এক ব্যাক্তির কাছে সকাল ও বিকেলে কয়েক বার সেনা ক্যাম্পের নাম করে ০১৮১৫৯৭৮৪৮৪ ও ০১৭৩৭-০৪৫৫০৪ নম্বর থেকে ফোন করা হয়েছে। নম্বর তল্লাশী করে দেখা যায় একজন হলেন আমেনার স্বামী রাসেল খান অপর জন হলেন কুষ্টিয়া আই এসপি রনি এর নাম। যার নম্বর হলো (০১৭৩৭-০৪৫৫০৪) ।


ক্ষতিগ্রস্থ ভুক্তভুগিরা জানায়, এই চক্রটি দীর্ঘদিন যাবৎ  নানা অপকর্মেও সাথে জড়িত। । এদের মধ্যে আমেনাকে আটক করতে পারলেই সকল সদস্যকে আটক করা সম্ভাব হবে বলে ভুক্তবুগি জানান। তিনি  আরো জানান আমেনা তার অবৈধ আয় থেকে বাড়ীর পাশের সকল মহিলা পুরুষদেরকে মাসিক মাসোহারা দেন বলে সবাই আমেনার পক্ষ নিয়ে কথা বলেন। আমেনা বিপদ দেখলেই  সুকৌশলে তার বোনের ছোট বাচ্চা কাছে নিয়ে এসে বলে আমার ছোট ছোট ২টি বাচ্চা আমি কি করে এ কাজ করতে পারি। এ সবই তার নাটক।
এদিকে ওই ২টি মোবাইল ফোনের নম্বর উল্লেখ করে এক ভুক্তভুগি কুষ্টিয়া মডেল থানায় জিডি করেছেন।


উল্লেখিত মোবাইল নম্বরে কল করে তাদের বক্তব্য  নেয়ার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেনি।  ভুক্তভুগিরা অবিলম্বে প্রতারক চক্রকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সেনাবাহিনী,র‌্যাব-পুলিশের কাছে জোর দাবি জানিয়েছেন।