কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে আহত ৩০,চালকের ঘুমই দায়ী বলে অভিযোগ

নিউজ ডেস্ক | shadinbangla.news
আপডেট : ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
Shadin Bangla
বাস উল্টে আহত ৩০

 

উজ্জ্বল মাহমুদ :
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এলাকার লালন পাম্পের পাশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী 'সুহাইল' নামের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানের মাঠে উল্টে যায়, এতে ৩০ জন  শিক্ষার্থী আহত হয়েছেন।

২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০টার দিকে  কুষ্টিয়া থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার পথে লালন তেল পাম্পের পাশে এ  দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসচালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার পর মাঠে কাজ করা কৃষকরা ছুটে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার শুরু করেন। পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরেকটি বাস ঘটনাস্থলে পৌঁছালে তারাও সহায়তা করে।

বাসে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী রিগান জানান, চালকের অদক্ষতা ও ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে। তবে এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি কতজন শিক্ষার্থী আহত হয়েছেন বা বাসের নিচে কেউ আটকা পড়ে আছে কি না।

এদিকে পুলিশ ও প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুজ্জামান  বলেন, হাসপাতালে তিনিসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা রয়েছেন। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করছে। এ ছাড়া হাসপাতালে জরুরিভাবে একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা আছে। যদি কোনো শিক্ষার্থীকে স্থানান্তর করা হয়, তবে দ্রুত তাঁকে দেশের যেকোনো জায়গায় নেওয়া হবে।

কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)সৈয়দ আব্দুল আল মামুন বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। তবে আমরা বিষয়টি তদন্ত করছি। আহত শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে, এবং বাসের নিচে কেউ আটকে আছে কি না, তা নিশ্চিত করতে কাজ চলছে।”

তিনি আরও জানান, চালক ও বাসের ফিটনেস সংক্রান্ত বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।