উজ্জ্বল মাহমুদ :
কুষ্টিয়ায় দিন দিন সড়ক দুর্ঘটনা ও অপরাধের মাত্রা এমনভাবে বৃদ্ধি পাচ্ছে যে, এটি যেন এক মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে। প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা, ছিনতাই, চাঁদাবাজি কিংবা আরও ভয়ংকর কোনো অপরাধ। লাশের মিছিল যেন থামছেই না, আকাশ-বাতাসে ভাসছে মৃত্যুর গন্ধ!
আজ দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একদিকে সড়কে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ পথচারীরা প্রাণ হারাচ্ছেন, অন্যদিকে চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ, খুনের মতো অপরাধে জর্জরিত হয়ে পড়েছে জেলা। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি হয়েছে যে, অনেকেই মনে করছেন প্রশাসনের কার্যক্রম একপ্রকার নিষ্ক্রিয় হয়ে পড়েছে।
কুষ্টিয়ার সড়কগুলো যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। গতকাল এন এস রোডে মর্মান্তিক এক দুর্ঘটনায় কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির ভ্যাট অ্যান্ড ট্যাক্স অফিসের কর্মকর্তা ইসরাত জাহান লাবনী (৪৫) প্রাণ হারিয়েছেন। মোয়াজ্জেম স্টোরের সামনে একটি অটো রিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিদিনই জেলার কোনো না কোনো সড়কে ঘটে চলেছে এমন প্রাণঘাতী দুর্ঘটনা। বেপরোয়া যানবাহন, অদক্ষ চালক, ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব ও পথচারীদের অসচেতনতার কারণে সড়কে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
শুধু সড়ক দুর্ঘটনাই নয়, পুরো কুষ্টিয়া জুড়ে অপরাধমূলক কর্মকাণ্ডও বেড়ে চলেছে আশঙ্কাজনক হারে। রাত নামলেই ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং রাহাজানির ঘটনা ঘটে চলেছে নিয়মিতভাবে। বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ চক্রের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
বিশেষ করে শহরের বিভিন্ন ব্যস্ত এলাকায় দিনে-দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটছে, আর এসব অপরাধীদের অনেকেই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। মাদক ব্যবসার বিস্তারও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী যদি কার্যকর পদক্ষেপ নিত, তাহলে অপরাধীরা এতটা বেপরোয়া হতে পারত না। বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করার পাশাপাশি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে মনে করছেন অনেকে।
নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় কুষ্টিয়া একটি অরাজকতার নগরীতে পরিণত হবে, যেখানে সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য থাকবে না।