কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ২

নিউজ ডেস্ক | shadinbangla.news
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৫
Shadin Bangla
নিহত ২

 

নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়া :


পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রীসহ ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে  আজ কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ।
আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে   মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম তানিয়া আক্তার (৩০)। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া একটি অটোরিকশা যাত্রী নিয়ে ভেড়ামারা উপজেলার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চালক ও এক নারী যাত্রী নিহত হন।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় পর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপাওে মামলার প্রস্ততি চলছে।