: শামসুল আলম স্বপন :
কুষ্টিয়া জেলা বিএনপি’র জনপ্রিয় নেতা কুতুব উদ্দিন আহমেদ ও প্রকৌশলী জাকির হোসেন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ওরা কারা ? কি চাই ওরা ? এ প্রশ্ন এখন হাজার হাজার বিএনপির নিবেদিত প্রাণ নেতা-কর্মীদের । বিএনপি’র রাজনীতিতে বিগত ১৬ বছর যাদের দেখা যায়নি। কেউ কেউ রাজধানীতে ছিলেন আত্মগোপনে । আবার কেউ কেউ স্বৈরাচারের দোসরদের সাথে আঁতাত করে বিলাসী জীবন যাপন করেছে। ৫ আগষ্টের পর তারাই এখন জেলা বিএনপির নেতা সাজার চেষ্টা চালাচ্ছেন। স্বৈরাচারের আমলে জেলার শত শত বিএনপি’র নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ায় কেউ কেউ কারাগারে আবার অনেকেই পলাতক থেকে মানবেতর জীবন যাপন করেছে । তাদেরকে সহযোগিতা করার কেউ ছিল না । বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকার ও এক কালের তুখোঁড় ছাত্র নেতা কুতুব উদ্দিন আহমেদের উপর স্বৈরাচারের দোসররা চালিয়েছে অকথ্য নির্যাতন । এরপরও কুতুব উদ্দিন আহমেদ ও প্রকৌশলী জাকির হোসেন সরকার সাধ্যমত বিপদগ্রস্থ নেতা- কর্মীদের পাশে দাঁড়িয়েছেন । শক্ত হাতে হাল ধরেছেন বিএনপি’র । সততা ও নিষ্ঠার কারণে কেন্দ্র তরুণ দুই নেতাকে মূল্যায়ন করেছেন । দায়িত্ব দিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপি’র। অথচ অতীতে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি-লুটপাটকারি দীর্ঘদিন ঘাপটি মেরে থাকা বর্ণচোরারা এখন বিএনপি’র নেতা সাজার জন্য মরিয়া হয়ে উঠেছে। বিএনপি’র পদ পেলে তারা আবারো হায়েনার মত ঝাপিয়ে পড়বে চাঁদাবাজি আর লুটপাট করতে । পদ হারানো এক নেতার ইন্ধনে তারা কুষ্টিয়া জেলা বিএনপি’র তরুন নেতা কুতুব উদ্দিন আহমেদ ও প্রকৌশলী জাকির হোসেন সরকাররের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে । চাঁদাবাজি ও লুটপাটকারি জনবিচ্ছিন্ন ঘৃণিতরা ফিরে পেতে চায় হারানো পদ । তাদের সাথে কুষ্টিয়া জেলা বিএনপি’র নেতা-কর্মীদের কোন সম্পর্ক নেই । এমন কথা বলছেন কুষ্টিয়ার বিএনপি’র নিবেদিত প্রাণ নেতা-কর্মীরা।
কুতুব উদ্দিন আহমেদ ও প্রকৌশলী জাকির হোসেন সরকার কুষ্টিয়া জেলা বিএনপি’র দায়িত্ব পাওয়ার পর কুষ্টিয়া জেলার ৬ উপজেলায় বিএনপি’র নেতা-কর্মী-সমর্থকদের মাঝে সৃষ্টি হয়েছে চরম উদ্দিপনা । সাজ সাজ রব পড়ে গেছে পাড়ায় মহল্লায় । শহীদ জিয়ার সৈনিকেরা যেন প্রাণ ফিরে পেয়েছে । স্বৈরাচারের শাসন আমলে নির্যাতিত ও নিপিড়িত বিএনপি’র নেতা কর্মীরা যখন নেতৃত্বের শূন্যতায় ছিল অভিভাবকহীন দিশে হারা । দুর্দীনে তাদের পাশে দাঁড়ানোর মত যখন কেউ ছিলনা তখনও বিএনপি ছেড়ে যায়নি শহীদ জিয়ার আদর্শর সৈনিকেরা । কর্মীরদের মনের কষ্ট বুঝেই হয়তো কেন্দ্রীয় বিএনপি কুষ্টিয়াতে এমন ২জন তরুন নেতাকে দায়িত্ব দিয়েছেন যাদের প্রসংশায় কর্মীরা আনন্দে উদ্বেলিত।
কুতুব উদ্দিন আহমেদ ও প্রকৌশলী জাকির হোসেন সরকার কুষ্টিয়া জেলা বিএনপি’র সত্যিই যোগ্য নেতা তা প্রমাণ হলো গত ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস এবং ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালনের মধ্য দিয়ে । তাদের নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মী-সমথর্কদের র্যালী ও মিছিল । বিপদগামীদের বিরোধীতা সত্বেও সট নোটীশে এত মানুষের উপস্থিতি ভাবতেও পারেনি কুষ্টিয়াবাসী । পাশাপাশি ৬ উপজেলায় সম্মেলনের ,মাধ্যমে ৬টি নতুন উপজেলা কমিটি গঠন করায় কুতুব উদ্দিন আহমেদ ও প্রকৌশলী জাকির হোসেন সরকারের নেতৃত্বের প্রতি আস্থা বেড়েছে কয়েক গুন।
এ সব কারণে কুষ্টিয়ায় নেতুত্বের প্রশংসায় ভাসছেন কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ।
। যে কারনে ষড়যন্ত্রকারিরা হালে পানি পাচ্ছেন না।
প্রেতিবেদক:
শামসুল আলম স্বপন
সাবেক জেলা গ্রামসরকার প্রধান
বৃহত্তর কুষ্টিয়া।
মোবা: ০১৭১৬৯৫৪৯১৯