নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়া : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সেবা সংস্থার উদ্যোগে দ্বিতীয় কিস্তির টাকায় ৪ নারীর মাঝে বিনামূল্যে ৪টিগাভী বিতরণ করা হয়েছে। এর আগে ৮ই জুলাই ৬ জন নারীর মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়। এ উপলক্ষে ৬ নভেম্বর প্রকল্প এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মো: আব্দুল লতিফ । বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো: মুরাদ হোসেন, নিকুশিমাজ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সালমা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা পল্লী উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক শামসুল আলম স্বপন ।
প্রধাণ অতিথির বক্তব্যে কুষ্টিয়া সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মো: আব্দুল লতিফ বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ অর্থায়নে সেবা সংস্থার উদ্যোগে ১০ জন আর্থিক অস্বচ্ছল নারীর মাঝে বিনামুল্যে গাভী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থ্কাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তবে কষ্ট পাচ্ছি উপকারভোগীদের মাঝে পূর্বে দেয়া একটি গাভী মারা যাওয়ায় । আমি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কাছে অনুরোধ জানাচ্ছি রাজিয়া খাতুন নামের মহিলাকে আরেকটি গাভী দেয়ার জন্য । বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রশংসা করে তিনি আরো বলেন, হতদরীদ্র মানুষের কল্যাণে নিয়োজিত প্রতিষ্ঠানটি কুষ্টিয়া সেবা সংস্থার মত বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সেবামুলক কাজ করছে জেনে আমি অত্যন্ত খুশি। সভাপতির সমাপনী বক্তব্যে সেবা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম স্বপন বলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাথে অসহায় মানুষের কল্যাণে সেবামলুক কাজ করতে পেরে আমরা খুশি। কারন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের একটি শতভাগ দুর্নীতি মুক্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে অনুদান নিতে একটি টাকাও কাউকে দেয়া লাগে না। বাংলাদেশে প্রতিটি প্রতিষ্ঠান যদি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মত সততা নিয়ে কাজ করতো তা হলে এ দেশের প্রভূত উন্নয়ন হতো।