কুষ্টিয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৪ উদযাপন

নিউজ ডেস্ক | shadinbangla.news
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৪
Shadin Bangla
এনজিও ফাউন্ডেশন দিবস পালন

স্বাধীনবাংলা নিউজ :

কুষ্টিয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ২০২৪ সালের ২ ডিসেম্বর, ফেয়ার কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কার্যক্রমের দুই দশক পূর্ণ হয়েছে, এবং এই অর্জন উদযাপন করতে কুষ্টিয়ার বিভিন্ন সহযোগী সংস্থার কর্মকর্তারা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি কুষ্টিয়া লিড এনজিও ও ফেয়ার এর পরিচালক, জনাব দেওয়ান আখতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তর এর উপপরিচালক জনাব আব্দুল লতিফ শেখ। তিনি বলেন, “বিএনএফ দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নমূলক কার্যক্রমে অবদান রাখছে। কুষ্টিয়ায় ১৮টি সহযোগী সংস্থার মাধ্যমে দরিদ্র জনগণের পাশে দাঁড়িয়ে যা করা হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। ” তিনি কুষ্টিয়ার সেবা সংস্থা প্রকল্প নিয়ে ভূয়োশী প্রসংশা করেন। তিনি সরকারের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রমের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক জনাব মো. নজরুল ইসলাম। এবং কুষ্টিয়া সদর যুব উন্নয়ন কর্মকর্তা জনাব আতিকুল ইসলাম । তাঁরা বলেন, এনজিওগুলির এই কার্যক্রম দারিদ্র্য দূরীকরণ এবং যুবকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


সভাপতি জনাব দেওয়ান আখতারুজ্জামান তার বক্তব্যে বলেন, “বিএনএফ-এর দুই দশকের পথচলায় আমরা সহযোগী সংস্থাগুলোর একত্রিত প্রচেষ্টার মাধ্যমে অনেক বড় পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। আমাদের ভবিষ্যত পরিকল্পনা আরও ব্যাপকভাবে চালিয়ে যেতে হবে।”


সভায় আরো বক্তব্য রাখেন, সেবা সংস্থার নির্বাহী পরিচালক জনাব শামসুল আলম স্বপন, পিপাসার নির্বাহী পরিচালক জনাব শ্যামল চৌধুরী, নিকুশিমা’জ এর   নির্বাহী পরিচালক, , জনাবা সালমা সুলতানা,  আলোর দিশা কল্যাণ সংস্থা নির্বাহী পরিচালক, জনাব ফারুক আহমেদ খোকন, আলো  সংস্থার নির্বাহী পরিচালক, , জনাব মো. ফিরোজ আহমেদ, মহিলা উন্নয়ন সমিতির, নির্বাহী পরিচালক জনাবা নিলুফা আক্তার,  বন্ধন সংস্থা,, নির্বাহী পরিচালক,জনাব মো. তাহাজ্জেল হোসেন (বাদশা), সবার সাথে চলবো প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক, জনাব নাজিম উদ্দিন, প্রমুখ।

তাঁরা সকলেই নিজেদের সংস্থার অর্জন এবং সহযোগী সংস্থাগুলির ভূমিকা নিয়ে আলোচনা করেন। তাঁরা উল্লেখ করেন, বিএনএফ-এর সহায়তায় স্থানীয় জনগণের জীবনযাত্রার মান এবং নারীদের ক্ষমতায়ন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।


আলোচনা শেষে, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়, যেখানে প্রধান অতিথি এবং অন্যান্য এনজিও প্রধানরা অংশ নেন। সভা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ফেয়ার কর্মকর্তা কেএম হারিসুল আলম জনি, কৌশিক আহমেদ শাওন, রবিন দাস ও টুটুল আলী।