নেতৃত্বের প্রশংসায় ভাসছেন কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার

নিউজ ডেস্ক | shadinbangla.news
আপডেট : ২২ নভেম্বর, ২০২৪
Shadin Bangla
কুতুব উদ্দিন আহমেদ ও প্রকৌশলী জাকির হোসেন সরকার




কুষ্টিয়া জেলা বিএনপি’র পুরাতন নেতাদের বাদ দিয়ে তরুন নেতা কুতুব উদ্দিন আহমেদ ও প্রকৌশলী জাকির হোসেন সরকারকে দায়িত্ব দেয়ায়
কুষ্টিয়া জেলার ৬ উপজেলায় বিএনপি’র নেতা-কর্মী-সমর্থকদের মাঝে সৃষ্টি হয়েছে চরম উদ্দিপনা । সাজ সাজ রব পড়ে গেছে পাড়ায় মহল্লায় । শহীদ জিয়ার সৈনিকেরা যেন প্রাণ ফিরে পেয়েছে । স্বৈরাচারের শাসন আমলে নির্যাতিত ও নিপিড়িত বিএনপি’র নেতা কর্মীরা যখন নেতৃত্বের শূন্যতায় ছিল অভিভাবকহীন দিশে হারা । দুর্দীনে তাদের পাশে দাঁড়ানোর মত যখন কেউ ছিলনা তখনও বিএনপি ছেড়ে যায়নি শহীদ জিয়ার আদর্শর সৈনিকেরা । কর্মীরদের মনের কষ্ট বুঝেই হয়তো কেন্দ্রীয় বিএনপি কুষ্টিয়াতে এমন ২জন তরুন নেতাকে দায়িত্ব দিয়েছেন যাদের প্রসংশায় কর্মীরা আনন্দে উদ্বেলিত।

কুতুব উদ্দিন আহমেদ ও প্রকৌশলী জাকির হোসেন সরকার কুষ্টিয়া জেলা বিএনপি’র সত্যিই যোগ্য নেতা তা প্রমাণ হলো গত ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে তাদের নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মী-সমথর্কদের র‌্যালী ও মিছিল । একাংশের বিরোধীতা সত্বেও সর্ নোটীশে এত মানুষের উপস্থিতি ভাবতেও পারেনি কুষ্টিয়াবাসী ।


যে কারণে কুষ্টিয়ায় নেতুত্বের প্রশংসায় ভাসছেন কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ।
এই দুই তরুণ নেতা যেন বিএনপি’র প্রতিষ্ঠা লগ্নে কুষ্টিয়া জেলায় নেতৃত্বদানকারী নেতা সাবেক ডিডিসি শ্রদ্ধেয় এ্যাডভোকেট সৈয়দ মাসউদ রুমী এমপি, এ্যাডভোকেট জিল্লুর রহমান এমপি, এ্যাডভোকেট আব্দুর রহিম এমপি, সাবেক প্রতিমন্ত্রী আহসানুল হক পঁচা মোল্লা এমপি এ্যাডভোকেট আমিরুল ইসলাম, এ্যাডভোকেট কুদরতই নূরের মত মানুষের জন্য কল্যাণমুলক কাজ করে আরো জনপ্রিয়তা অর্জন করতে পারেন   মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে সেই দোয়া করি । আমীন ।

শামসুল আলম স্বপন
সাবেক জেলা গ্রামসরকার প্রধান
বৃহত্তর কুষ্টিয়া।

মোবা: ০১৭১৬৯৫৪৯১৯