কুষ্টিয়া দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজীব নামে এক যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক | shadinbangla.news
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৪
Shadin Bangla
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে

 
উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গাজীপুর গ্রামীন টাওয়ারের পাশে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে।
 শুক্রবার বিকেলে খড়ি বোঝাই করা ট্রাকের ওপর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজীব (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি গাজীপুর গ্রামের টাওয়ারের পাশে অবস্থান করছিল। সজীব ট্রাকের উপর খড়ি ঠিক করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
 
মৃত সজীবের পিতার নাম আকতার আলি, এবং তার বাড়ি রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে। স্থানীয়রা সজীবের চেহারা দেখে তাকে সনাক্ত করেন।
 
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং বিদ্যুৎ তারের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা পুনরায় স্মরণ করিয়ে দেয়।
স্থানীয় প্রশাসন এবং বিদ্যুৎ কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।