কুষ্টিয়ায় আলু-পেঁয়াজের দামে আগুন, ভোক্তারা হতাশ

নিউজ ডেস্ক | shadinbangla.news
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৪
Shadin Bangla
ভোক্তারা হতাশ

   
   
 
উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া
 
নিত্যপ্রয়োজনীয় পণ্য আলু ও পেঁয়াজের দাম কমার কোনো লক্ষণ নেই। এর মধ্যে অন্যান্য সবজির দাম কমলেও, আলু ও পেঁয়াজের মূল্য বৃদ্ধি ক্রেতাদের মধ্যে হতাশা বাড়াচ্ছে।
বর্তমানে কুষ্টিয়ার বিভিন্ন বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকায়, যা গত মাসে ছিল ৫৫-৬০ টাকা। দেশি পেঁয়াজের দাম ১১০-১২০ টাকা থেকে বেড়ে ১৪০-১৫০ টাকায় পৌঁছেছে। তবে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ তুলনামূলক কম দামে, ১২০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
 
বাজার করতে আসা ক্রেতা সাহাবুল বলেন, “আলুর দাম ৭০ টাকা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পেঁয়াজের অবস্থাও একই রকম। কিন্তু এ দুটো পণ্য ছাড়া চলা সম্ভব নয়, তাই বাধ্য হয়ে কিনতে হয়। মাসে মাত্র পাঁচ কেজি আলু ও পেঁয়াজ কিনতে গিয়েও এখন প্রায় এক হাজার টাকা খরচ করতে হচ্ছে।”
 
 
পৌর বাজারের পাইকারি ব্যবসায়ীদের মতে, আলু ও পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়ায় প্রতি বছর এ সময়ে দাম বাড়ে। তবে এই বছর শুরু থেকেই দাম ছিল চড়া, যা এখন আরও বেড়ে বাজারকে অস্থিতিশীল করেছে।খোলা সয়াবিন তেল: ১৭০-১৯০ টাকা প্রতি লিটার।বোতলজাত সয়াবিন তেল: ১৬৭-১৭২ টাকা।
খোলা পাম তেল: ১৬২-১৬৫ টাকা।সুপার পাম তেল: ১৬৭-১৭০ টাকা।অন্যদিকে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কমেছে।ব্রয়লার মুরগি: ১৭৫-১৮০ টাকা (পূর্বে ১৯৫-২০০ টাকা)।সোনালি মুরগি: ৩০০-৩২০ টাকা।
ফার্মের ডিম: প্রতি ডজন ১৪৫-১৫০ টাকা।সবজির দাম তুলনামূলক কমেছে।ঢ্যাঁড়স, পটোল, ঝিঙা, চিচিঙা: ৫০-৬০ টাকা প্রতি কেজি।বেগুন, বরবটি, করলা, কাঁকরোল: ৮০-১০০ টাকা।ফুলকপি: ৭০ টাকা (পূর্বে ১০০ টাকা)।লাউ: ৪০-৬০ টাকা।
 
সবজি বিক্রেতা জাহিদুল বলেন, “শীতের সবজির সরবরাহ বাড়ছে। আগামীতে দাম আরও কমবে।” তবে বিক্রেতা শামসুলের মতে, সবজির দাম তুলনামূলক কমলেও ক্রেতাদের জন্য স্বস্তি এখনো পুরোপুরি আসেনি।
 
সবমিলিয়ে, বাজারে আলু ও পেঁয়াজের অস্বাভাবিক দামের কারণে অন্যান্য পণ্যের মূল্য হ্রাসের স্বস্তিও চাপা পড়ছে। ক্রেতারা এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের প্রত্যাশা করছেন।
 
 
 
কুষ্টিয়া প্রথম বার্ষিকী পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
 
কুষ্টিয়া প্রতিনিধি:
 
কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী খাদিমুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসায় প্রথম বার্ষিকী পরীক্ষার ফলাফল ঘোষণা এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
 
অনুষ্ঠানটি জিয়ারখী ইউনিয়নের জিয়ারখী গ্রামে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে, দুপুর ২:০০ টায় শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব জাহিদুল ইসলাম।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মহতামিন এসএম মোজাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারী মোহাম্মদ ওসমান গনি, ক্বারী ইমরান, হাফেজ মোঃ আব্দুর রহিম, হাফেজ মোঃ আল আমিন হোসেন, এবং হাফেজ মোহাম্মদ রাসেল।
 
বক্তারা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। প্রধান অতিথি জনাব জাহিদুল ইসলাম তার বক্তব্যে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “মানবিক উন্নয়ন এবং সামাজিক কল্যাণে ধর্মীয় শিক্ষা অপরিহার্য। মাদ্রাসার শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতির গর্ব হয়ে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা।”
 
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই পুরস্কার শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনের জন্য অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।
 
 
পুরস্কার বিতরণ শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। উপস্থিত সকলে মাদ্রাসার সার্বিক উন্নতি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া করেন।
এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
 
 
কুষ্টিয়া  হরিনারায়নপুর মাংস বাজারে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া:
কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর ভোক্তা অধিকার ও অভিযানে বিভিন্ন অভিযোগে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ  অধিদপ্তরের কুষ্টিয়া  জেলা শাখার একটি চৌখস টিম।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯ টায় কুষ্টিয়া সদর ইবি থানার হরিনারায়নপুর মাংস বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।

অভিযানে ওজনে কারচুপি, দাড়িপাল্লায় কাঠের শলাকা ব্যবহার এবং গরুর ভুঁড়ি বালতিতে পানিতে ভিজিয়ে রাখার অভিযোগে বেশ কয়েকজন মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
অভিযানে ওজনে কারচুপির অভিযোগে  আলতাফ, নজরুল এবং মিলন নামের তিনজন কসাইকে প্রতি জনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।এবং অন্যান্য অপরাধে দাড়িপাল্লার কাঠের শলাকা ব্যবহার এবং গরুর ভুঁড়ি বালতির পানিতে ভিজিয়ে রাখার অপরাধে রাজ্জাক কসাইকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।পরে কাঠের দাড়িপাল্লার শলাকা জনসমক্ষে ভেঙে ফেলা হয়।


জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের
সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষার্থে এই অভিযান পরিচালিত হয়েছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। জনসাধারণকে প্রতারণা থেকে সুরক্ষিত রাখতে নিয়মিত বাজার তদারকি করা হবে।
তিনি আরও জানান, বাজারে পণ্য কেনার সময় গ্রাহকদের সতর্ক থাকার পাশাপাশি অনিয়মের বিষয়গুলো দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
ভোক্তা অধিকার সংরক্ষণে এমন অভিযান ক্রেতাদের মাঝে স্বস্তি এনেছে।