কুষ্টিয়ায় দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ করল জাহিদ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক | shadinbangla.news
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৪
Shadin Bangla
জাহিদ ফাউন্ডেশন

 
 
উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া :
কুষ্টিয়া সদর উপজেলার সোনাডাঙ্গা এলাকায় দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ করেছে জাহিদ ফাউন্ডেশন।  
 
ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামের উদ্যোগে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ তুলে দেন। এতে সহায়তা করেন হাফেজ মো. মিজানুর রহমান।
 
বুধবার ৬ নভেম্বর  সকাল ৬টায় সোনাডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়। এ সময় শিশুদের ইসলামী শিক্ষার গুরুত্ব এবং কোরআন শিক্ষার মর্মার্থ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে জাহিদুল ইসলাম বলেন, "আমাদের সমাজের প্রতিটি শিশু যেন সঠিক ধর্মীয় শিক্ষায় আলোকিত হয়, এটাই আমাদের লক্ষ্য। "
 
স্থানীয় বাসিন্দারা জাহিদ ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, "ধর্মীয় শিক্ষা অর্জনের জন্য এমন উদ্যোগ শিশুদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। " তারা ফাউন্ডেশনকে এরকম কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান।
 
জাহিদ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিবেদিত রয়েছে। দুঃস্থ ও অসহায় মানুষের সহায়তা, ধর্মীয় শিক্ষার প্রসার এবং সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।