আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না : শাওন

নিউজ ডেস্ক | shadinbangla.news
আপডেট : ০১ অক্টোবর, ২০২৪
Shadin Bangla
চোখ দিবি না

বিনোদন প্রতিবেদক :

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে গেল ৫ আগস্ট। এরপর শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। আর এই সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হয়েছেন ড. আসিফ নজরুল। যিনি ব্যক্তিজীবনে প্রয়াত কথাসাহ্যিতিক হুমায়ূন আহমেদের কন্যা শীলা আহমেদের স্বামী।

অন্যদিকে, কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। সেই হিসেবে আসিফ নজরুল তার জামাতা। আর তার জামাতাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী সোহানা সাবা। যা নজরে এসেছে শাওনের। মন্তব্যের ঘরে মজার ছলে তিনি লিখেছেন, ‘আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না খবরদার!’

যে কারণে কথাটি বলা- চলতি বছর ২৫ মার্চ আসিফ নজরুল ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন। যার কথাগুলো ছিল- ধর্মীয় একটি ভাইরাল ভিডিও প্রসঙ্গে। একজন বেপর্দা নারীকে রমজান মাসে বাসে উঠতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয় পোস্টে। সেখান থেকে আরও জানা যায়, ভিউ বাড়ানোর জন্য এটি একটি কনটেন্ট মাত্র! তবে ভিডিওটি পুঁজি করে সেসময় কেউ কেউ ধর্মীয় উসকানিও দিচ্ছিল।

 

অভিনেত্রী সোহানা সাবা সেই পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘আজকাল স্যারের ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে! আমি তার ফ্যানগার্ল।’

প্রত্যুত্তরে হুমায়ূন পত্নি বলেন, ‘আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না খবরদার!’

শাওনের এ কথার উত্তরও দিয়েছেন সাবা। লিখেছেন, ‘আপু… আমি “স্যারের” ফ্যানগার্ল মাত্র।’