মন্তব্য প্রতিবেদন : মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে স্যালুট তবে -----

নিউজ ডেস্ক | shadinbangla.news
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৪
Shadin Bangla
মন্তব্য প্রতিবেদন

 

: শামসুল আলম স্বপন :


মাননীয় প্রধান উপদেষ্টা, আসসালামুওয়ালাইকুম ।
মহান আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমতে নোবেল বিজয়ী থেকে আজ আপনি বিশ্ববরেণ্য নেতা । আওয়ামীলীগ বাদে দেশের প্রতিটি মানুষের কাছে আপনি আজ আস্থার প্রতীক। যা অতীতের কোন সরকার প্রধান এত স্বল্প সময়ের মধ্যে অর্জন করতে পারেননি। প্রধান উপদেষ্টা নয়, বাংলার মানুষ আজ আপনাকে রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী হিসেবে পেতে চায়। বিশ্বাস না হলে গণভোট দিয়ে আমার কথা যাচাই করতে পারেন।


আপনার সরকার সংবিধান সম্মত সরকার নয় এ কথা কিন্তু আওয়ামীপন্থীরা ঢাক-ঢোল পিটিয়ে বলে বেড়াচ্ছে । প্রবাসে থাকা কন্ঠযোদ্ধারা কিন্তু আপনার সরকারকে “বিপ্লবী সরকার” বলে আখ্যায়িত করেছে। বিপ্লবী সরকারের দায়িত্ব হলো  সংবিধান আপাতত স্থগিত করা । তা না হলে আপনি ভালো মন্দ যাই করেন না কেন আপনাকে কিন্তু জবাবদিহি করতেই হবে। নির্বাচিত পার্লামেন্ট দ্বারা আপনার সরকারের সকল কর্মকান্ডের বৈধতা দিতে হবে । তা না হলে আইনের প্যাচে পড়বে আপনার সরকার । আবেগ নয় বিবেক দিয়ে আপনার সরকারকে দায়িত্ব পালন করতে হবে । কারণ আমাদের ঘিরে রেখেছে বন্ধু (?) রাষ্ট্র আর তাদের দোসর শেখ হাসিনা। সময় মত সোবল দিতে তারা পিছপা হবে না কথাটা মনে রাখবেন ।


স্যার দেশের মানুষ অত্যন্ত  কষ্টপাচ্ছে আপনি  কিম্বা এবং আপনার সরকারের কেউ প্রবাসে থাকা কন্ঠযোদ্ধাদের প্রতি সম্মান দেখান নি। তাদের প্রতি এত টুকু সহানুভুতি দেখানো হয়নি। আমাদের ভুলে গেলে চলবে না কন্ঠযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে প্রবাসে বসে রাত দিন আওয়ামী দু:শাসন ও খুনি হাসিনার অপকর্ম তুলে ধরে জনমত সৃষ্টি করেছে। তাদের কারণেই উৎসাহিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা স্বৈরাচারের বুলেটের বিরুদ্ধে বুক পেতে দিতে সাহস পেয়েছে। তাদের ইউটিউব বন্ধ করার জন্য হাসিনার পা চাটা কুত্তা পলক ও মোস্তফা জব্বারকে দিয়ে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার নিজের, মন্ত্রীপরিষদ ও তার অনুগত সরকারি কর্ম-কর্তাদের ঘুষ-দুর্ণীতি এবং কু-র্কীতি ঢাকার জন্য তড়িঘড়ি করে পাশ করে সাইবার ক্রাইম ও আইসিটি এ্যাক্ট । কন্ঠযোদ্ধা ও দেশের অনেক  সাংবাদিক এবং আওয়ামী বিরোধী অনেক ব্যক্তির বিরুদ্ধে হয়রানি মুলক মামলা দিয়ে জেলে পুরেছে আওয়ামী সরকার।  কিন্তু তাতেও কোন ফল হয়নি। আপনার সরকার কিন্তু খুনি হাসনার নিবর্তনমুলক আইন সাইবার ক্রাইম ও আইসিটি এ্যাক্ট এখনো বাতিল করেনি। দেশবাসীর প্রত্যাশা এ আইন দ্রুত বাতিল করা হোক ।

স্যার,

সাইবার ক্রাইম ও আইসিটি এ্যাক্টের কারণে যে সকল কন্ঠযোদ্ধা প্রবাসে আটকে আছেন তারা হলেন-, ড. পিনাকী ভট্টাচার্য। লেখক, সোশ্যাল একটিভিস্ট,রাজনীতি বিশ্লেষক, মানবাধিকারকর্মী,সম্প্রতি অর্থনীতি নিয়ে পিএইচডি করতেছেন। ২, ইলিয়াস হুসাইন।  বাংলাদেশের অন্যতম সাহসী দেশপ্রেমিক অনুসন্ধানী সাংবাদিক। ৩, ড. কনক সরওয়ার। সাংবাদিক। ৪, খালেদ মহিউদ্দিন।  সাংবাদিক, লেখক ও ঔপন্যাসিক, উপস্থাপক। ৫, জুলকারনাইন সায়ের খান (ওরফে সামি)  অনুসন্ধানী সাংবাদিক, মানবাধিকার কর্মী। [১] তিনি আল জাজিরা কর্তৃক বাংলা ভাষায় বাংলাদেশ নিয়ে  প্রচারিত বিখ্যাত অনুসন্ধানী প্রামাণ্যচিত্র " ৬, ড. জাহেদ উর রহমান। পেশাঃ লেখক, রাজনীতি বিশ্লেষক,
৭,  কর্নেল শহিদ উদ্দিন, সাবেক সেনা অফিসার বাংলাদেশ সেনাবাহিনী ৮. মেজর দেলোয়ার হোসেন, সাবেক সেনা অফিসার বাংলাদেশ সেনাবাহিনী।
৯, জিল্লুর রহমান।  তৃতীয় মাত্রা,ধরণ,আলোচনা অনুষ্ঠান, নির্মাতা, উপস্থাপক। ১০, ফাহাম আব্দুস সালাম।  লেখক, রাজনীতি বিশ্লেষক।
১১, মুশফিকুল ফজল আনসারী।  সাংবাদিক। ১২, সাহেদ আলম। ১৩্ নায়েব আলীসহ অরো অনেকে ।
এই সব কন্ঠযোদ্ধাদের প্রতি আমার স্যালুট । অকুতোভয় এই বীর সেনানীদের দেশে ফিরিয়ে এনে ভারতীয় দালালদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদে স্থান দিন । দেখবেন  আপনার সরকারের বিরুদ্ধে টু শব্দ করার কেউ সাহস পাবে না।  

স্যার,
আপনি আয়নাঘর বন্ধ করেছেন এই জন্য আপনাকে অভিনন্দন ।  কিন্তু আয়নাঘরের স্রষ্টা আর আয়না ঘরে স্থান দিয়ে যারা নিরিহ জন-সাধারণকে নির্মম নির্যাতন করেছে আপনার সরকার তাদের বিরুদ্ধে তেমন কোন পদক্ষেপ গ্রহন না করাই সংশ্লিষ্টরা হতাশ।  আয়না ঘরের অন্যতম স্রষ্টা কুখ্যাত জিয়াকে যদি ১টি মাস আয়না ঘরে রাখা যেত তা হলে দেশের মানুষ অত্যন্ত খুশি হত । বিভিন্ন পত্র-পত্রিকায় নিউজ আসছে কুখ্যাত জিয়া, দরবেশ বাবা শয়তান সালমান, আইন ব্যবস্থা ধ্বংসকারী কুখ্যাত লম্পট  আনিসুল হকসহ অনেকেই গ্রেফতার হয়ে ডিবির হাজতে এসি রুমে থেকে ভুড়িভোজ করছে  । পুলিশকে ম্যানেজ করে তারা বার বার রিমান্ড চাওয়াচ্ছে ।  অথচ আপনার উপদেষ্টারা নীরব দর্শক ।  বায়তুল মোকাররম মসজিদ থেকে পালিয়ে যাওয়া খতিব গোপালগন্জ থেকে মাস্তান ভাড়া করে এনে দখল নিতে হামলা চালাচ্ছে অথচ  পুলিশ চুপচাপ । আপনার স্বরাষ্ট্র উপদেষ্টার ভুমিকা নিয়েও জনমনে নানা সন্দেহ ।  আপনার আইন উপদেষ্টা ও বস্ত্র উপদেষ্টা তো দাপ্তারিক কাজ বাদ দিয়ে আওয়ামীলীগের গুনকীর্তনে ব্যস্ত । আপনি দায়িত্ব নেয়ার পর ৩৩জন খুনের শিকার হয়েছে । যা দেশবাসীর  কাম্য নয় । আইনের শাসন যদি বাস্তবায়ন করা না হয় তা হলে তো মানুষ  নিজের হাতে আইন তুলে নিবেই ।   এখনো সময় আছে আপনি শক্ত হাতে দেশ চালান । দেশবাসী তো আপনার সাথেই আছে। আপনার পাশে থাকা শেখ হাসিনার প্রেত্মাদের আগে হটান । প্রশাসনে ঘাপটি মেরে  থাকা আওয়ামীপন্থীদের চিন্থিত করে  ব্যবস্থা নিন । নইলে আপনি বিপদমুক্ত হতে পারবেন না । দেশবাসীও থাকবে চরম বিপদে ।


‘ এক ব্যক্তি হুজুরের কাছে গিয়ে বললেন হুজুর আমার কুয়ায় বিড়াল পড়ে মারা গেছে কি করলে পানি পাক হবে? হুজুর বললেন তোমার কুয়া থেকে তিন বালতি পানি তুলে ফেলে দেও তা হলে পানি পাক হয়ে যাবে । লোকটি তাই করলো কিন্তু পানির দুর্গন্ধ গেলো না। লোকটি আবার হুজুরের কাছে গিয়ে বলল হুজুর এখনো তো পানি দুর্গন্ধ করছে । হুজুর বললো মরা বিড়াল ফেলে না দিলে তো পানি গন্ধ করবেই এবং না পাকই থাকবে । তাই আগে মরা বিড়াল তুলে ফেলে পানি পরিষ্কার করা দরকার।


স্যার আমি আপনার সন্তান সমতুল্য , আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি । আপনি দেশকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারবেন তা বিশ্বাস করি।  মনে রাখবেন আপনি ব্যর্থ হলে দেশ দাসত্বের শৃংখলে আবদ্ধ হবে। আমরা তা হতে দিতে চাই না। আওয়ামীলীগ যদি আবারও ক্ষমতায় আসে তা হলে তারা আগের চেয়ে কয়েকগুন শক্তি নিয়ে দেশের মানুষের প্রতি প্রতিশোধ নিবে। প্রতিবেশীরাজ্যের করদ রাজ্যে পরিনত করবে বাংলাদেশকে । এটা কারো কাম্য নয় ।

স্যার, আপনার সুস্বাস্থ ও দীর্ঘয়ু কামনা করি । আল্লাহ হাফেজ।

 

প্রতিবেদক:
শামসুল আলম স্বপন
সভাপতি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন ( বনপা )

স্টাফ রিপোর্টার

দৈনিক আমাদের সময়

সম্পাদক
স্বাধীনবাংলা.নিউজ

Email: bijoynews24bd@gmail.com


মোবা: ০১৭১৬৯৫৪৯১৯