পাবনায় ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যু

নিউজ ডেস্ক | shadinbangla.news
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪
Shadin Bangla
প্রসূতি মৃত্যু

 
পাবনা, প্রতিনিধিঃ-
 
পাবনার কাশিনাথপুর সেবা মাল্টি কেয়ার হাসপাতালে গত ৩১শে মার্চ ভর্তি করে আমিনপুর থানা সাগরকান্দি গ্রামের শহীদ মন্ডলের স্ত্রী নাজমা নামে এক প্রসূতির । সেদিন রাতেই সিজারিয়ান অপারেশন করেন ডা: এনামুল হক, অ্যানেসথেসিয়ায় ছিলেন ডাক্তার মোহাম্মদ পাভেল রানা। জন্ম হয় ফুটফুটে ১ কন্যা শিশুর । কিন্তু ১দিন পড় রোগীর  স্বজনেরা অবস্থার অবনতি হলে  ১ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ জেলা এনায়েতপুর হাসপাতালে ভর্তি করলে  চিকিৎসারত অবস্থায় ২রা এপ্রিল  মৃত্যু হয় নাজমার।  
নাজমার স্বজনদের মধ্যে এক মাত্র আস্থাভাজন ছিলেন পাশের গ্রামের পল্লী চিকিৎসক রাজিব,নাজমার পরিবার রুবেলকে অন্ধ বিশ্বাস করতো। তার পরামর্শেই নাজমার স্বামী শহীদ মন্ডল ভর্তি করেন  কাশিনাথপুর সেবা মাল্টি কেয়ার হাসপাতালে।
নাজমার মৃত্যু হলে  রুবেল  নাজমার পরিবারের ধোকা দিয়ে  ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য  ৫০ হাজার টাকা উৎকোচ নিয়েছে বলে জানা যায়।
 
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের  সদস্য ডাক্তার জাহেদী হাসান  রুমি  মুঠো ফোনে বলেন সমাধান হয়েছে আমি নিজে সমাধান করেছি । অন্য দিকে চিকিৎসক ডা: এনামুল হক বলেন মানবিক কারনে টাকা দেওয়া হয়েছে, ভূল চিকিৎসার জন্য না। তবে পল্লী চিকিৎসক রাজিব দুই সপ্তাহ পার হলেও ভূক্তভোগি পরিবারকে টাকা দেয় নাই বলে জানান নাজমার স্বামী শহীদ মন্ডল। 
 
এদিকে নাজমার স্বামী শহীদ মন্ডলকে মামলা না করার জন্য হুমকি দিয়ে আসছে হাসপাতাল কর্তৃপক্ষ, তবে বিষয়টি জানতে পেরে আইনগত ব্যবস্থা নেবার দাবি জানান তিনি। 
 
ডা, মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে ইতি পূর্বেও নানানা অনিয়মের কথা জানা যায়। এ বিষয়ে পাবনা সিভিল সার্জন ডাক্তার মোঃ শহীদুল্লাহ দেওয়ান বলেন কিছু দিন আগেও কাশিনাথপুর সেবা মাল্টি কেয়ার হাসপাতাল ও পদ্মা জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে, তাছাড়া নতুন কোন অভিযোগ পাইলে, তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।