কুষ্টিয়া অনুমোদন ছাড়াই চলছে হাসপাতাল-ক্লিনিক আশি হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক | shadinbangla.news
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৪
Shadin Bangla
আশি হাজার টাকা জরিমানা

 

 
 
উজ্জ্বল মাহমুদ,কুষ্টিয়া  সদর:
 
 
 কুষ্টিয়ার কুমারখালীতে এক প্রাইভেট হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও সাময়িকভাবে হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ( ৩০ জানুয়ারি) দুপুরে কুমারখালী হাসপাতাল সড়ক এলাকার লোটাস প্রাইভেট হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক বিশ্বজিৎ কে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত সহ এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. রিফাত হিমেল। এতথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর পর্যন্ত লোটাস প্রাইভেট হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে বৈধ কাগজপত্রাদি না থাকায় হাসপাতালের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমারা করা হয়েছে। এছাড়াও সাময়িকভাবে হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণ করা হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন মো. আনোয়ারুল ইসলাম জানান, অনুমতি ছাড়াই রাতের আধারে ওই হাসপাতালে অপারেশন করা হচ্ছে – এমন অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে আজ প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা করেছে এবং কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। অন্যান্য প্রাইভেট ক্লিনিক, হাসাপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হবে।

 

 
উজ্জ্বল  মাহমুদ, কুষ্টিয়া প্রতিনিধি :
 
কুষ্টিয়ার দৌলতপুরে বালতির পানিতে রাহিম (৩) নামের এক শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে। 
নিহত শিশু রাহিম দৌলতপুর উপজেলা পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ পারটেক্স পাড়া গ্রামের আলেকের এর ছেলে।
 
জানা গেছে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল চারটায় বালতির পানিতে খেলা করছিল । খেলার বসে তাদের পরিবারের লোকজন তাকে খেয়াল না রাখায় একপর্যায়ে শিশুটি পানির নিচে মাথা গিয়ে উপুড় হয়ে মৃত্যু হয়। তার আত্মীয়সজনরা দেখে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
এ ঘটনায় নিহত শিশুর পরিবারবর্গের মাঝে শোকের রোল নেমে এসেছে।