logo

সময়: ০৫:০৭, সোমবার, ০৪ আগস্ট, ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ০৫:০৭ অপরাহ্ন

কুষ্টিয়া সদরে জামায়াতের মনোনয়ন পেলেন মুফতি আমীর হামজা

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ২৬ মে, ২০২৫ | সময়ঃ ১২:১১
photo
আমীর হামজা

স্বাধীনবাংলা নিউজ :

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন আলোচিত ইসলামি বক্তা মুফতি আমীর হামজা। কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন তিনি।

আজ রবিবার বিকেলে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে আয়োজিত জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে আমীর হামজার নাম ঘোষণা করা হয়।

জেলা জামায়াত আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে ওই সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার।

 

আমীর হামজাকে প্রার্থী ঘোষণা করে মোবারক হোসেন বলেন, ‘এই আসনের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী দেশের প্রায় সব সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা সম্পন্ন করেছে। বিচার ও সংস্কার ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না জামায়াত। আমরা ২০১৮ বা ২০২৪ সালের মতো নির্বাচনের পুনরাবৃত্তি দেখতে চাই না। কেয়ারটেকার সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার।’

উল্লেখ্য, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। নৌকা প্রতীক নিয়ে তিনি দুবার নির্বাচিত হন।

 

  • নিউজ ভিউ 792