logo

সময়: ১২:২৬, শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১২:২৬ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় এক কেজি চালের দামে বিক্রি হচ্ছে এক হালি লেবু

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ০১ এপ্রিল, ২০২৪ | সময়ঃ ০৬:০০
photo
লেবু

 
 
উজ্জ্বল মাহমুদ,কুষ্টিয়া:
 
কুষ্টিয়ায় এক হালি দেশীয় কাগজি লেবু ৫০ টাকা থেকে আকার ভেদে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে বাজারে। যা দিয়ে ১ কেজি চাউল বা ১ হালি ডিম ক্রয় করা যায়। জেলার  বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র।  
 
এ দিকে বিক্রেতারা বলছে এখনও দেশীয় কাগজি লেবুর সিজন শুরু হয়নি। বাজারে পর্যাপ্ত সরবারাহ নেই। পাশাপাশি চলছে রমজান এ মাসে দেশীয় লেবুর চাহিদা থাকে তুঙ্গে। ইফতারিতে দেশীয় কাগজি লেবু তৈরি শরবত খেতে দারুন সুস্বাদু লাগে। যে কারণে দাম একটু বেশি থাকে।
 
পবিত্র মাহে রমজান শুরু হওয়ার আগেও লেবুর দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা হালি। ইফতারিতে এই লেবুর চাহিদা বেশি থাকায় দাম বেশি হাকাচ্ছে খুচরা ব্যাবসায়িরা। এছাড়া বাজারে পর্যান্ত এ্যালাচি নামক লেবু সরবরাহ আছে। এসব লেবু দাম প্রকার ভেদে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত প্রতি হালি বিক্রি করা হচ্ছে।
 
এ বিষয়ে বিত্তিপাড়া বাজারে বাজার করতে আসা ক্রেতা মমিন সাথে কথা হলে তিনি  জানান, বাজারে সব ধরনের সবজির দাম এখন নাগালে আছে। তবে এই দেশীয় ছোট আকারের কাগজি লেবুর দাম এত বেশি তা বলার উপায় নেই। এখন সিজন না থাকলেও কিছু দিন আগেও বিক্রি ছিল ৩০ টাকা থেকে ৪০ টাকা হালি। আর এখন কিনতে হচ্ছে ৫০-৬০ টাকা হালিতে এর থেকে এই টাকা দিয়ে ১ হালি ডিম ক্রয় করে খাওয়া ভাল।
 
এ বিষয়ে সবজি বিক্রেতা আব্দুল জাহিদ   জানান, আমরা লেবু হালি প্রতি ১০ টাকা লাভে বিক্রি করছি। এছাড়া বর্তমানে বাজারে দেশীয় কাগজি লেবুর পর্যাপ্ত সরবারাহ নেই। এখন আপনার যদি পণ্যের চাহিদা থাকে আর বাজারে চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ না থাকে। তাহলে তো দাম বেশি থাকা স্বাভাবিক। এসব দেশীয় কাগজি লেবুর যখন সিজন থাকে তখন তো হালি দশ টাকার বেশি দাম থাকেনা।
  • নিউজ ভিউ 1287